সারাদেশ

নারায়ণগঞ্জের ৫টি আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মত বিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ও রিটানিং অফিসার মোহাম্মদ মাহমুদুল হক। রোববার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যলয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের সাথে ব্রিফিংকালে জেলা প্রশাসক (ডিসি) ও রিটানিং অফিসার মোহাম্মদ মাহমুদুল হক বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সচেষ্ট আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। সবকিছু নিয়ে আমাদের অ্যাকশন প্লান রয়েছে। এই নির্বাচনটা আমরা অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে যাচ্ছি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ঝুঁকিপূর্ণ যেসব কেন্দ্রেগুলোর জানাবেন সেগুলো আমরা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবো।

এই সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা, জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল্লাহ আল কায়সার, এই আসনে জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার, একই আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ্জাহান ভূঁইয়া।

 

 

Back to top button