‘নির্বাচনে না এসে বিএনপির গতি নেই’
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, দেশে সঠিক সময়েই নির্বাচন হবে। গ্যারান্টি দিয়ে বলতে পারি। এক সেকেন্ড আগে না, এক সেকেন্ড পরেও না। নির্বাচনে না এসে বিএনপির গতি নেই। সবাই নির্বাচনে আসবে। যদি কেউ না আসে, সেটা তার সিদ্ধান্ত৷
শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে ফতুল্লার কুতুবপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন শামীম ওসমান৷ এরপর কুতুবপুর ও লাকিবাজার এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন৷
নির্বাচনী প্রচারণায় এসেছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, অনেকে ভেবেছেন হয়ত আমি নির্বাচনী প্রচারণায় এসেছি। আসলে বিষয়টি সেরকম না। উন্নয়ন কি হয়েছে আর কোনো উন্নয়ন বাকি আছে কিনা তাই দেখতে এসেছি। সবাইকে জানিয়েই প্রচারণা শুরু করবো৷ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু হবে৷
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা বাক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপুসহ প্রমুখ।