Uncategorized

নারায়ণগঞ্জ জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠিত

আসন্ন নারায়ণগঞ্জ জেলা শাখা বিএনপির কাউন্সিল অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা করার জন্য ৪ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ১২ জুন জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকনের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট বার শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলকে রিটার্নিং অফিসার এবং অ্যাডভোকেট কায়সার আহমেদ চৌধূরি টুটুল, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম মুক্তা ও অ্যাডভোকেট সামসুল আরিফীনকেসহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়।

উল্লেখ্য, আগামী ১৭ জুন সকাল ১০টায় সিদ্বিরগঞ্জের হিরাঝীল খেলার মাঠে নারায়ণগঞ্জ জেলা শাখা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ কাউন্সিলে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে।

Back to top button