Uncategorized

অ্যাডভোকেট রিতার আত্মার মাগফেরাত কামনায় সোনারগাঁ আইনজীবীদের দোয়া

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য (ভিপি কৌশলী) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলের সহধর্মীনি অ্যাডভোকেট সৈয়দা ওয়াহিদা আহমেদ রিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) বাদ যোহর ডিজিটাল বার ভবন ওয় জেলা দায়রা জজ মসজিদে সোনারগাঁ আইনজীবীদের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, সোনারগাঁ আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সামসুল ইসলাম ভূইয়া, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. মনিরুজ্জামান বুলবুলসহ সিনিয়র ও জুনিয়র আইনজীবীরা অংশ নেন।

উল্লেখ্য, চলতি বছরের গত ৩১ মার্চ রাত দিবাগত দেড়টার দিকে ক্যন্সার রোগে আক্রান্ত হয়ে কলেজ রোডস্থ নিজ বাসায় এড. ওয়াহিদা রহমান তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মরহুমা ওয়াহিদা রহমান নারায়ণগঞ্জ আদালতের কৌসুলি ছিলেন। তিনি মৃত্যুকালে স্বামীসহ এক ছেলে সন্তান ও এক কন্যা সন্তান রেখে যান।

Leave a Reply

Back to top button
%d bloggers like this: