সারাদেশ

নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় ১০ প্রকল্প

নারায়ণগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় আছে সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর হাত ধরে বদলে যাওয়া নগরীর ১০ টি প্রকল্প।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রকল্প ১০টি উদ্বোধনের কথা জানিয়েছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম।

নগর ভবনের অডিটোরিয়ামে সংশ্লিষ্টদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করবেন জানিয়ে শহিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী ১৪ নভেম্বর ভার্চুয়ালি নাসিকের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর হাত ধরে বদলে যাওয়া নগরীর ১০ টি প্রকল্প উদ্বোধন করবেন।আধুনিক ও বাসযোগ্য নগরী গড়তে নারী-শিশু ও পরিবেশ বান্ধব এই ১০ প্রকল্পে বদলে যাবে নগরের চিত্র।

নারায়ণগঞ্জকে বদলে দেয়া ১০ প্রকল্প হল, নগর ভবন, শেখ রাসেল পার্ক, পাইকপাড়া মিউচুয়েল ক্লাব, বাবুরাইল খাল, সিদ্ধিরগঞ্জ খাল, পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ, আলী আহাম্মদ চুনকা সিটি পাঠাগার ও মিলনায়তন, কলরব কিন্ডার গার্টেন স্কুল, সিটি ওয়েলফেয়ার মাঠ ও শিশু পার্ক, সোনাকান্দা খেলার মাঠ।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেয়া হবে এই এই দশ প্রকল্প। এসব প্রকল্প নগরীর শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা ও ধর্ম পালনে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করছেন নগরবাসী।

Back to top button