সারাদেশ

নারায়ণগঞ্জে ২১৫ মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা

হাতে আর কয়েকটা দিন৷ তারপরই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা।আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলার মন্দিরগুলোতেও চলছে প্রতিমা তৈরির কাজ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখা সূত্রে জানা গেছে, এ বছর জেলায় মোট ২১৫টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। গত বারের তুলনা এবার ৩টি পূজামন্ডপ কমেছে৷

জেলার ২১৫টি পূজামন্ডপের মধ্যে সদর উপজেলায় মোট ৪২টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। বন্দরে ২৯টি, ফতুল্লায় ২৮টি, সিদ্ধিরগঞ্জে ৮টি, আড়াইহাজারে ৩৩টি, সোনারাগাঁয়ে ৩২টি এবং রূপগঞ্জের ৫৪টি স্থানে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা।

আগামী ২০ অক্টোবর ষষ্ঠী তিথিতে পূজার মূল পার্বন শুরু হয়ে ২৪ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় এ ধর্মীয় উৎসব।

এদিকে দুর্গাপূজার যাবতীয় আয়োজন, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা বিষয় নিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশের সাথে প্রস্ততি সভা করবে বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, নারায়ণগঞ্জে এবার মোট ২১৫টি স্থানে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমরা এ বিষয়ে আগামী ২৮ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সাথে একটি প্রস্ততি সভা করবো। ইতিমধ্যে নারায়ণগঞ্জের সকল মন্দিরে পূজার জন্য প্রস্ততি নেয়া শুরুও হয়ে গেছে।

পুরাণ অনুযায়ী দুর্গা শব্দের অর্থ অপ্রতিরোধ্য। এ বছর মহাষষ্ঠীতে এই মহামায়া দশভূজা দেবী দুর্গার আগমন ঘটবে ঘোটকে (ঘোড়ায়) করে এবং পূজার সকল আনুষ্ঠানিকতা শেষে দোলায় (দোলনা) চড়ে‌ কৈলাশে ফিরবেন।

Back to top button