সারাদেশ

সোনারগাঁ আ. লীগের প্রস্তাবিত কমিটি বাতিলের দাবি এমপি প্রার্থী মোশাররফের

সোনারগাঁ আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটিকে অবিলম্বে বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন। একইসাথে যারা এ কমিটি করেছে তাদেরকে দল থেকে বহিষ্কারের দাবিও জানান তিনি।

গত ২৩ জুন বিকালে কাঁচপুরে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ দাবি জানান। আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাসনাত পরিবারকে ইঙ্গিত করে মোশাররফ বলেন, সোনারগাঁয়ে আওয়ামী লীগের কমিটি করা হয়েছে এটা অত্যন্ত দু:খজনক। অনেকের নাম শুনি না তারা আজকে কমিটিতে এসেছে। অনেক দুষ্কৃতকারী, অনেক ইয়াবা সেবনকারী বিক্রিকারী ও মাদক বিত্রেতাদের কমিটিতে দেখা যায়। আজকে বাদ পড়ে গেছে অনেক বড় ত্যাগী ত্যাগী নেতারা। আপনাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে। আপনাদের পরিবারে ৪৩-৪৪ জন সদস্য রাখা সত্ত্বেও আপনারা মনোনয়ন পান নাই। আপনি যদি মনে করেন ৭২ সদস্য আপনার ঘরে নিবেন এটা আপনার মনোনয়ন নিশ্চিত করবে না। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা মাঠ জরিপে যাকে পাবে তাকেই মনোনয়ন দিবে। আপনি ১৭২ কেনো ৫০০ জন মিলে কমিটি করেন এতে কিন্তু আপনার শেষটা শেষ হবে না। কারণ জনগনের জরিপে আগামী মনোনয়ন দেয়া হবে।

তিনি বলেন, আজকে শুধু শুধু ভালো ভালো কর্মীরা থানা থেকে বাদ পড়ে নাই। ‍ইউনিয়ন ওয়ার্ড কমিটি থেকে অনেককে বাদ দেয়া হচ্ছে। যারা বলবে হুজুর আপনার সাথে আছি তাকে নিবে, যারা বলবে গনতন্ত্রে বিশ্বাস করি তাদেরকে কমিটিতে নেয়া হয় না। সোনারগাঁ আওয়ামী লীগের ঘাটি হওয়া স্বত্তেও আমরা বারবার পিছিয়ে গিয়েছি। আমাদের প্রার্থী পাশ করতে পারে নাই শুধু আপনাদের কর্মকান্ডের কারণে। এখন থেমে যান ভালো ভালো মানুষকে মূল্যায়ন করেন। আপনারা অতীতেও ৪০-৪৫ জন নিয়েছেন পকেট কমিটি করেছেন। পকেট কমিটি করে ভেবেছেন অনেক শক্তিশালী হবেন কিন্তু তা না হয়ে দূর্বল হয়েছেন। আপনি দূর্বল হচ্ছেন সেটা না কিন্তু আমরা বারবার সোনারগাঁ থেকে সিট হারিয়ে ফেলছি। আপনাদের কর্মকান্ডে আমরা নেত্রীকে নৌকা উপহার দিতে পারি নাই। সোনারগাঁ আওয়ামী লীগ বড় শক্তিশালী। সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতা অনেক। ঐক্যবদ্ধ থাকলে মিনিমাম আমরা ৪০-৫০ হাজার ভোটে জিতবো।

প্রস্তাবিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে তিনি বলেন, সোনারগাঁয়ের কমিটিকে অবিলম্বে বাদ দিয়ে যারা এ কমিটি করেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করেন। আবার নতুন করে কমিটি করে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কমিটিতে আনেন। লাভ আপনার ও আপনার পরিবারের না হলেও লাভ হবে আওয়ামী লীগের। আমার জননেত্রী শেখ হাসিনা একটা সিটের জন্য অনেক কিছু হতে পারে। আজকে একটা সিটের বড় প্রয়োজন। একটা সিটকে আমরা অবমূল্যায়ন করতে পারি না। যদি অবমূল্যায়ন করতে থাকি তাহলে শেখ হাসিনা কি ক্ষমতায় আসবে।

কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু। এছাড়াও কাঁচপুর ইউনিয়নের সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

Back to top button