সারাদেশ

শামীম ওসমানকে ইশরাক ‘এবার বোরকা পরে পালানোর সুযোগ পাবে না’

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নারায়নগঞ্জে অনেক কুখ্যাতরা আওয়ামী লীগ করে। আপনারা ভয় পাবেন না। ২০০১ সালে যেমন বোরকা পরে দেশ থেকে পালিয়েছিলো এবারও বোরকা পরে পালাবে। সেই সুযোগ জনগন দিবে না। বিচারের কাঠগড়ায় অবশ্যই দাড়াতে হবে।

বুধবার (২৭) সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় পাসপোর্ট অফিসের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাথতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমি এখানে আমন্ত্রিত ছিলাম না। আমি শুধু একজন কর্মী হিসেবে এখানে এসেছি। আমি নিচে বসলেও আমাকে মঞ্চে ডেকে এনে সম্মানিত করা হয়েছে। আমাদের নেত্রী খালেদা জিয়াকে বাসায় অবরুদ্ধ করে রেখেছে সরকার। আমাদের নেত্রীকে সুরক্ষা দিতে না পরালে নিজেদের কী সুরক্ষা দেব? কোন মুখে আমরা বলব গণতন্ত্র পুনরুদ্ধার করব? এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম।

বিএনপির একদফা দাবি বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে চলমান কর্মসূচির অংশ হিসেবে ওই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান, মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন। এছাড়াও জেলা ও মহানগর বিএনপি এবং বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন।

Back to top button