সারাদেশ

ছদ্মবেশে বাজার মনিটরিং করবেন ডিসি মাহমুদুল হক

রমজান মাস উপলক্ষে নারায়ণগঞ্জে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদুল হক।

জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, আপনি একজন ব্যবসায়ী হয়ে ইচ্ছামতো দাম বাড়িয়ে দিবেন এটা কিন্তু হয় না। ডাল এক সপ্তাহ আগে ৯০ টাকা বিক্রি করছেন, এখন তা ১১৫ টাকায় বিক্রি করছেন। এটা কিন্তু হতে পারে না। যার যেমন ইচ্ছা সেভাবেই কি চলবে!

ব্যবসায়ীদের হুশিয়ারি দিয়ে তিনি বলেন, আমি কিন্তু ছদ্মবেশে যাব। আমি যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিসি কেউ কিন্তু চিনবে না। আমি এবার অনেক জায়গায় ছদ্মবেশে বের হব। তারপরে দেখবেন হঠাৎ স্পেশাল পাওয়ারে মামলা হয়ে গেছে। এক সপ্তাহ আগে ডালের দাম যা ছিল, তার চেয়ে বেশি দামে বিক্রি করার কোন সুযোগ নাই। প্রত্যেকটা দোকানে মূল্য তালিকা টানাতে হবে। মূল্য তালিকা যদি না টানায় তাহলে তার জরিমানা হবে।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা, ভোক্তা অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কর্মকর্তা, গনমাধ্যমকর্মী সহ বিশিষ্ট ব্যবসায়ীরা।

Back to top button