রাজনীতি

৭নং ওয়ার্ডে প্রয়াত আলা কাউন্সিলরের সহযোগীরা ক্ষুব্ধ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের প্রয়াত সাবেক কাউন্সিলরের সহযোগীরা ক্ষুব্ধ হয়ে উঠছে। তাদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাবেক কাউন্সিলর আলী হোসেন আলার মৃত্যুর পর কর্মহীন হয়ে পড়েছেন তার সমর্থনকারী একাধিক নেতা-কর্মী।

নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এই কাউন্সিলের এক কর্মী জানান, মরহুম আলী হোসেন আলা জীবিত থাকা অবস্থায় ইপিজেডের পাঁচটি ফ্যাক্টরিতে ব্যবসা পরিচালনা করে গেছেন। কিন্তু অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের জন্য তিনি কিছুই করেননি। জীবিত থাকা অবস্থায় সে যা করেছে, তা নিজের জন্যই। একটা আটতলা বাড়ি, আরেকটা পাঁচতলা বাড়ি, গাড়ি, জায়গা-জমি সব কিছু নিজের জন্য করেছেন। তার মৃত্যুর পরও এখনো কামিয়ে যাচ্ছে তার ছেলে। অথচ নেতা তৈরি হয় সাধারণ কর্মীদের দিয়ে, তাহলে কর্মীদের খেয়াল রাখবে কে?

এমতাবস্থায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ আওয়ামী লীগের অভিভাবক জননেতা একেএম শামীম ওসমানের দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপ কামনা করছেন এসব নেতা-কর্মীরা।

Back to top button