রাজনীতি
মিছিল নিয়ে শামীম ওসমানের সমাবেশে দেলোয়ারের যোগদান
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের জনসমাবেশে প্রায় ৫ শতাধিক নেতা-কর্মীর একটি বড় মিছিল নিয়ে যোগদান করেছেন জাতীয় শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলা শাখা আহ্বায়ক কমিটির সদস্য ও শিমড়াইল ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।
তার নেতৃত্বে শনিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় সিদ্ধিরগঞ্জের শিমড়াইল থেকে বাসযোগে মিছিল নিয়ে জনসমাবেশের উদ্দেশ্যে রওনা দেন নেতা-কর্মীরা। পরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে পায়ে হেটে স্লোগানের মাধ্যমে মিছিল নিয়ে জনসমাবেশে যোগদান করেন তারা।
এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলা শাখা আহ্বায়ক কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন, সেন্টু ব্যাপারী, শফিকুল ইসলাম উজ্জ্বল, হেলাল, মোক্তার, মোঃ নবী হোসেন প্রমুখ।