মহা নবমীতে নগরীর পূজা মণ্ডপ পরিদর্শনে জোসেফ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নবমীতে নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ। বুধবার (১ অক্টোবর ) রাতে নগরীর ১৪,১৫ ও ১৮ নং ওয়ার্ডের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি মন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন এবং মন্দির কমিটির সদস্যদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় জোসেফ বলেন, উৎসাহ উদ্দীপনা নিয়ে নিশ্চিন্তে ও নিরাপদে সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনারা উৎসবমুখর পরিবেশে দেবি দুর্গার আরাধ্য করবেন। আমরা সকল প্রকার সহযোগিতা দিতে আপনাদের পাশে আছি। যেকোনো সমস্যায় আমাদের স্মরণ করবেন। আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।
তিনি আরো বলেন, দূর্গাপূজা দেশের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোর একটি। তাই শহরের প্রতিটা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকের সমন্বয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে, এবং আমাদের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ দর্শনার্থীরা জরুরী চিকিৎসা সেবা গ্রহন করতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন আতিকুর রহমান সবুজ, শফিকুল আলম মুক্ত, হাজী সাইদ, আল-আমিন, মিম, ইব্রাহিম বাবু, কাজল, হারুন, রনি চৌধুরী, সুজন, শাহীন,শাহজালাল, অলক সহ বিভিন্ন নেতৃবৃন্দ ।