সারাদেশ

বন্দরে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ঐতিহ্যবাহী বিদ্যাপাট কল্যান্দী পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১২ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান।

পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তারের সভাপতিত্বে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইঞ্জিঃএ কে এম ওবাইদুল হক ভিপি আরিফ এর সঞ্চয়লনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মাসুদ রানা,ইব্রাহিম টুটুল,মোঃ আমির হোসেন,মহিলা সদস্য রাজিয়া আক্তার,সহ উপস্থিত স্কুলের শিক্ষক শিক্ষিকা অবিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে পরিক্ষার্থীদের উদ্দেশ্য দেলোয়ার হোসেন বলেন, আজ তোমাদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে বলতে চাই অসংখ্য ম্মৃতি এই স্কুলে সুদীর্ঘ কয়েকটি বছর তোমাদের সাথে যে নিবিড় সম্পর্কের বাধন সৃষ্টি হয়ে ছিলো,আজ তা ছিন্ন করে তোমরা চলে যাচ্ছো তবু সীমার বাধন পেরিয়ে উচ্চতর এক জীবনের সন্ধানে যাত্রা করছো ভেবে আমাদের মনে আনন্দ,আমি দোয়া করি তোমরা সকলে আমাদের বিদ্যালয়ের সুনাম বয়ে আনো,এক একজনের স্বপ্ন পুরন করো তোমরা মন দিয়ে পড়া শোনা করবে,এবং শিক্ষক শিক্ষিকা তোমাদের যেমন ভাবে শিক্ষা দিয়েছে তোমার সেটা কাজে লাগাবে।শিক্ষকরা চেষ্টা করলে ও হবে না তোমাদের চেষ্টা করতে হবে।

অভিবাকদের উদ্দেশ্য তিনি বলেন, আল্লাহ তালার রাব্বুল আলামিনের পর মায়ের স্থান অন্যতম একটি সন্তান কে মানুষ এর মতো মানুষ করতে হলে একটি মাপারে কারন মা যদি সন্তান কে সঠিক শিক্ষা ও সাপোর্ট দেয় তা হলে সন্তান মানুষ এর মতো মানুষ হবে আপনাদের সন্তান কোথায় যাচ্ছে,কার সাথে মিশছে সেদিকে খেয়াল রাখতে হবে,এবং আপনার সন্তান স্কুলে কোন সাবজেক্ট দুর্বল! সে ঠিক মতো স্কুল যায় কি না,সে পড়া শোনা ঠিক মতো করে কিনা খেয়াল রাখবেন। তাহলে আপনার সন্তান মানুষ গড়ার কারিগরহবে ভালো রেজাল্ট করবে।

পরে সকলে উদ্দেশ্য দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন কল্যান্দী জামে মসজিদের মোয়াজ্জেম মোঃ আহাদ হোসেন।

Back to top button