জাতীয়

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে বৃক্ষ বিতরণ

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) একটাই পৃথিবী প্রকৃতির ঐকতানে টেকসই জীবন প্রতিপাদ্য কে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। আলোচনা সভা শেষে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে বৃক্ষ বিতরণ করা হয়েছে।

রবিবার (৫ জুন সকালে) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি র‌্যালী করে, সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়। এর পর পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে বৃক্ষ বিতরণ করা হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রহিমা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মো. শফিউল আলম, জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরিফ মিহির,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন, মহাসচিব মীযানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আবদুল বাতেন সরকার, সাধারণ সম্পাদক( বন্দর) গাজী শাহ আলম, মোঃ আক্তার হোসেন, হাজী আবদুল কাশের,মীমরাজ হোসেন। জহিরুল ইসলাম সহ প্রমুখ।

Back to top button
%d bloggers like this: