আন্তর্জাতিক

সিডনিতে বাংলাদেশি তরুণী খুন, পাকিস্তানি বংশোদ্ভূত প্রেমিক গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত ১৯ বছর বয়সি তরুণী হত্যার ঘটনায় তাঁর ছেলেবন্ধু পাকিস্তানি বংশোদ্ভূত তরুণ মেরাজ জাফরকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত রোববার সিডনির নর্থ প্যারামাত্তা এলাকার একটি অ্যাপার্টমেন্টের এসিডভর্তি বাথটাব থেকে অরণিমা হায়াৎ-এর মরদেহ ফেলে রাখা হয়।

গোয়েন্দা পুলিশের বিজ্ঞপ্তি প্রকাশের পর মেরাজ জাফর নামের ২০ বছর বয়সি তরুণ নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। আদালত মেরাজের জামিন নামঞ্জুর করেছেন।

অরণিমা হায়াৎ-এর সঙ্গে মেরাজের সম্পর্ক ছিল বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন মেরাজ জাফরের আইনজীবী মোহাম্মদ সাকর।

ঘটনাস্থলের আশপাশে সন্দেহজনক কোনোকিছুর ছবি বা ভিডিও থাকলে তা পুলিশকে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে ওই এলাকাবাসীর প্রতি।

Back to top button
%d bloggers like this: