খেলাধুলা

সদর উপজেলার বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল জয়ী ফতুল্লা

স্টাফ রিপোর্টার (Somoysokal) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০২২ এর ফাইনাল খেলায় কুতুবপুর ইউনিয়ন পরিষদ’কে ১-০ গোলে হারিয়ে জয়ী হয়েছেন ফতুল্লা ইউনিয়ন পরিষদ।

শনিবার (২১ মে) বিকাল সারে ৩ টায় ওসমানী পৌরস্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত য়।

বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলা নির্বাহী পরিচালক মো. রিফাত ফেরদৌস বলেন, খেলা ধুলায় হারজিত আছে, আমি মনে করছি জিতেছে আমার সদর উপজেলা। আমাদের লক্ষ্য এখন জেলার মধ্যে সেরা হওয়ার। আমরা জাতীয় পর্যায়ে খলবো ইনশাআল্লাহ। আমরা নিয়মিত খেলাধুলা করলে অনেক অপরাধ কাজ থেকে বিরত থাকবো। তাই আমরা মোবাইল গেমে মন না দিয়ে মাঠে খেলা ধুলার মনোযোগী হই।

ফাইনাল খেলায় বিজয়ী হওয়ার পর ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপ্ন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনালয় আমরা জয়ী হয়েছি আমি অনেক আনন্দিত। আমরা জয় দিয়ে শুরু করেছি জয় দিয়ে শেষ করলাম। আর এটা ছোট খাটো কোনো খেলা নয় বঙ্গবন্ধু গোল্ডকাপ। আমাদেল লক্ষ্য এখন জেলার মধ্যে সেরা হওয়ার।

এসময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লার সহকারী ভূমি কমিশনার মো. আবুবকর সরকার, ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদ উপজেলা সদস্য এস.এম আরিফ মিহির, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল মামুন মিন্টু ভূইয়া, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজর আলী সহ ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Back to top button