জিতল বরিশাল, নায়ক সাকিব-মুজিব
লক্ষ্য খুব একটা বড় নয়। জয়ের জন্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চাই ১৫০ রান। এই রান তাড়ায় কিছুটা লড়াই করেও শেষ পর্যন্ত পারেনি মিরাজ-নাঈমের দল। ১৪ রানে জিতে ধারা অব্যাহত রেখেছে ফরচুন বরিশাল। সাকিব-মুজিবের স্পিনে ১৩৫ রানে ইনিংস গুটিয়ে নেয় চট্টগ্রাম।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বরিশালের শুরুটা খুব একটা ভালো হয়নি। ক্রিস গেইল ১৯ বলে ২৫ রান করে মিরাজের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন। ২৯ বলে ২৮ রান করেন নাজমুল হোসেন শান্ত। আর সাকিব করেন ৫০ রান। মৃত্যুঞ্জয় ২ ওভারে ১২ রান খরচ করে চার উইকেট নেন। ৯ রানে শরিফুল পান দুই উইকেট।
জবাবে চট্টগ্রামের হয়ে দ্বিতীয় উইকেটে ৭৬ রানের জুটি গড়েন আফিফ হোসেন ও শামীম হোসেন। ৩৯ রান করেন আফিফ। ২৯ রানের ইনিংস খেলেন শামীম।
এর পরই ব্যাটিং ধস নামে চট্টগ্রামের। ১১ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা। শেষ পর্যন্ত এই বপর্যয় কাটিয়ে উঠতে পারেনি তারা। সাকিব ও মুজিব তিনটি করে উইকেট নিয়ে চট্টগ্রামের ব্যাটিং ধস নামান। এই দুজনেই বরিশালের জয়ের নায়ক।
সংক্ষিপ্ত স্কোর
ফরচুন বরিশাল : ১৪৯/১০ (১৯.১ ওভার), (সাকিব ৫০, শান্ত ২৮, গেইল ২৫; মৃত্যুঞ্জয় ৪/১২, শরিফুল ২/৯)।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৩৫/১০ (১৯.৪ ওভার), আফিফ ৩৯, শামীম ২৯, মিরাজ ২৬, ওয়ালটন ১৬; মুজিব ৩/৯, সাকিব ৩/১০)।
ফল : ফরচুন বরিশাল ১৪ রানে জয়ী।