অপরাধ

সোনারগাঁও পিরোজপুর থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

স্টাফ রিপোর্টার (Somoysokal) অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন এলাকা থেকে ২১,৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ ।

শুক্রবার (১১ ফেব্রুয়ারী) সকালে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকার বিসমিল্লাহ ফিলিং স্টেশন এর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ- চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানার কে, বি, আমান আলী রোড, সিরাজ কলোনী, চকবাজার এলাকার কবির আহম্মেদের ছেলে মোঃ সেলিম উদ্দীন (৪৪) ও কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং, ৫নং ক্যাম্প এলাকার মৃত মুজাহারের স্ত্রী ছোহরা খাতুন (৬০)।

এসময় তাদের কাছ থেকে ২১,৩৫০/- পিস ইয়াবা ট্যাবলেট,মাদক ক্রয় বিক্রয়ের নগদ ২৪৫০/- টাকা, ও মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Back to top button
%d bloggers like this: