নারায়ণগঞ্জেে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডের ফুটপাথে চাঁদা আদায়ের সময় তিন পেশাদার চাঁদাবাজকে হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতার হওয়া চাঁদাবাজারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড কাউন্সিলরের একান্ত সহযোগী। সম্প্রতি ঐ কাউন্সিলরের ১ ছেলে তাদেরকে ফুটপাথে চাঁদা উত্তোলনের জন্য নিয়োগ দেয়। রোববার (১৩ মার্চ) রাতে চিটাগাংরোড এলাকার হাজী নেকবর আলী সুপার মার্কেটের ফুটপাতের অস্থায়ী ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৮ হাজার ৭১৫ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানার কামারখাড়া এলাকার মৃত জামাল মাতবরের ছেলে মোঃ রুহুল আমিন (৫২), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকার ফজলুল হকের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩১), ভোলার দৌলতখান থানার দৌলতখান এলাকার হজরত আলীর ছেলে মোঃ মিরাজ হাওলাদার (২৯।
সোমবার (১৪ মার্চ) দুপুরে আদমজীস্থ র্যাব ১১’র সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, গ্রেফতারকৃত চাঁদাবাজরা দীর্ঘদিন চিটাগাং রোড এলাকার হাজী নেকবর আলী সুপার মার্কেটের সামনে ফুটপাতের বিভিন্ন অস্থায়ী ব্যবসায়ীদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকান প্রতি ১৫০-২০০ টাকা হারে চাঁদা আদায় করে আসছিল। তাদের অত্যাচারে ফুটপাতের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়ে। চাঁদাবাজি বন্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব। এলাকাবাসী জানায়, গ্রেফতার হওয়া তিন চাঁদাবাজ নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামের একান্ত সহযোগী। কিছুদিন পূর্বে আনোয়ার ইসলামের ছেলে ও ছাত্রলীগের সাবেক নেতা ইলিয়াছ ইসলাম লিয়ন ফুটপাথের ঐ স্থানের চাঁদা উত্তোলনের জন্য নিয়োগ দেয়। সেই থেকে তারা নিয়ামিত চাঁদা উত্তোলন করে আসছিলো।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করে র্যাব।