সারাদেশ

হলফনামায় কায়সারের যত সম্পদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত।

নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, তার বাড়ি, এপার্টমেন্ট ও দোকান থেকে বাৎসরিক আয় ৩৪,৩৯,৮০৮ টাকা। শেয়ার, সঞ্চয় বা ব্যাংকে আমানত হিসেবে রয়েছে ৫৮,৭৪৫ টাকা। তার অস্থাবর সম্পদ হিসেবে রয়েছে ২ টি মটর যান যার মূল্য ৮১,৭১,০০৭ টাকা; স্বর্ণ ও মূলবান ধাতু নির্মিত অলঙ্কারাদি রয়েছে ২০ তোলা, যার মূল্য ৫২,০০০ টাকা; আসবাব পত্র রয়েছে ৩২,৯০০ টাকা। তার স্থাবর সম্পদের মধ্যে রয়েছে- পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১৭৬ শতাংশ কৃষি জমি ও ৮৯.১০ শতাংশ অকৃষি জমি। এছাড়াও রয়েছে ১০.৮৩ শতাংশের জমিতে ৭ তলা দালান যার অর্জনকালীন সময়ে মূল্য ২,০০,০০০ টাকা। সেই সাথে তার রয়েছে পূর্বাচলে ১১ কাঠা ৪ ছটাক ৪ বর্গফুটের প্লট যার মূল্য ৪৬,৬১,৮০০ টাকা।

Back to top button