স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এড. হাসান ফেরদৌস জুয়েল ও এড. মুহাম্মদ মোহসীন মিয়ার নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ১৬ প্যানেলে বিজয়ী হয়েছে। আর ১টিতে বিএনপি সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গননা শেষে রাত ১২টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া।
এদিকে আওয়ামী লীগ সমর্থিত জুয়েল-মোহসীন নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ১৭ পদের ১৬ টিতে বিজয়ী হয়েছেন। সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক মোহসীন মিয়া নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে এড.আলাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি পদে এড.রবিউল আমিন রনি, যুগ্ম সম্পাদক পদে এড. কামাল হোসেন, কোষাধক্ষ্য পদে এড. স্বপন ভুঁইয়া, আপ্যায়ন সম্পাদক পদে এড. অঞ্জন কুমার দাস, লাইব্রেরী সম্পাদক পদে এড. এরশাদুজামান ইমন, ক্রীড়া সম্পাদক পদে এড. আব্দুল মান্নান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এড. রাজিয়া আমিন কাঞ্চি, সমাজ সেবা সম্পাদক পদে এড. মানজুদুল রশিদ রিফাত, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. দেলোয়ার হোসেন সুজন প্রধান।
কার্যকরী সদস্য পদে এড. নারায়ন চন্দ্র দাস, এড. নুরী নাজমুল আমিন, এড. আলী আকবর, এড. হালিমা আক্তার ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের এড. আদনান মোল্লা।
এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পেশাজীবী সংগঠন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (বার) কার্যকরী পরিষদের (২০২৩-২৪) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানসহ দুই দলের রাজনৈতিক নেতাদের পদচারণায় নির্বাচন আমেজ বাড়িয়ে দেয়।