আইন-আদালত
স্বাধীনতা দিবসে না’গঞ্জ জেলা জজ কোর্টের পিপি মনিরুজ্জামান বুলবুলের শ্রদ্ধা
স্বাধীনতা দিবসে না'গঞ্জ জেলা জজ কোর্টের পিপি মনিরুজ্জামান বুলবুলের শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার(Somoysokal) ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ১৯৭১ সালের শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন, নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর(পিপি) এড. মনিরুজ্জামান বুলবুল।
রবিবার (২৬ মার্চ) সকালে পিপি মনিরুজ্জামান বুলবুল তার সহকর্মীদের নিয়ে চাষাড়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় শ্রদ্ধা নিবেদনকালে পিপি মনিরুজ্জামান বুলবুলের সাথে, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট এরশাদুজ্জামান ইমন, কার্যকরী সদস্য এড. নারায়ণ চন্দ্র দাস, এড. আলী আকবর সহ অন্যান্য আইনজীবী বৃন্দ ও সহকারী বৃন্দ উপস্থিত ছিলেন।