আইন-আদালত

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চোরকে চুরি করতে বাঁধা দেওয়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) রাতে মো: ফাহিম হোসেন বাদি হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলাটি (নং ১৮) দায়ের করেন। এতে আশিক (১৮), সালাউদ্দিন সাল্লু (৩৩), আব্দুল আওয়াল (৫০), করিম বাদশাহ (৩১), দুলাল (৩৫), জুনায়েদ (২৫), মন্টু (১৮), শুভ (১৮), আসিফ ইকবাল (৩২), সাগর (২৪), গাফ্ফার, লিটন (৩৮), রুহুল আমিন (৩৬), শাহরিয়ার (২৫), সোহাগ (২৭), মেহেদী (২৮) এবং আজ্ঞাত সহ মোট ২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার রাতেই সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে ৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো- আশিক (১৮), সালাউদ্দিন সাল্লু (৩৩) ও আব্দুল আওয়াল (৫০)। মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক রায়হান জানান, বাদি গতকাল (বৃহস্পতিবার) রাতে থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলার ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে গত বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা সুলতানের মোড় এলাকায় মো: ফাহিম হোসেন শুভ’র বহুতল ভবনে চোরেরা চুরি করতে আসলে বাড়ির লোকজন টের পেয়ে চোরদের বাঁধা প্রদান করে। এসময় চোরেরা পালিয়ে গিয়ে তাদের লোকজনদের খবর দিলে ২০/২৫ জন এসে ঐ বাড়ির লোকজনের উপর সন্ত্রাসী হামলা চালায়। এতে মো: ফাহিম হোসেন শুভ, তার বাবা শওকত ওসমান, বড় ভাই ফয়সাল হোসেন ও ভাড়াটিয়া জিসান গুরুতর আহত হয়। পরে আহতরা হাসপাতালে চিকিৎসা নেয়। পরে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে এলাকায় মানববন্ধন করা হয়।

Back to top button