না’গঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে হাইকোর্টে ২২ জনের বিরুদ্ধে রিট করবে এড. সাগর
না'গঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে হাইকোর্টে ২২ জনের বিরুদ্ধে রিট করবে এড. সাগর
স্টাফ রিপোর্টার (Somoysokal) সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে ইসি কমিটিসহ আওয়ামী লীগের নির্বাচিত ১৭ জনকে নিয়ে মোট ২২ জনের বিরুদ্ধে হাইকোর্টে রিট করবেন এডভোকেট ইখতিয়ার হাবিব সাগর। তিনি আইনজীবী সমিতির নির্বাচনে আপ্যায়ন সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন।
বুধবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে নির্বাচনের পরবর্তী সময়ে আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এডভোকেট ইখতিয়ার হাবিব সাগর সাংবাদিকদের বলেন, আমি সুস্থ হওয়ার পরে আইনজীবী সমিতির নির্বাচনে ৫ জন নির্বাচন কমিশনারের মধ্যে ২/৩ জন যারা নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করেছে তবে ৫ জনের সবাই দায়িত্বে ছিলো ২ জন বা ৩ জন কথা বলতে পারেনি পরিস্থিতির কারণে। ১৬ জন সিলেক্টেড কমিটি ও একজন যে ইলেক্টেট হইছে তারা আমার সাথে যাযা করছে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে আমি সবই মনে রেখেছি। আমি ৩৫০ প্লাস ভোট বেশি পেয়ে জয় লাভ করেছি। কাউন্টিংয়েই বুঝে ফেলছিলাম ভোটাররা সবাই আমার সাথে কথা বলেছিলো। কিন্তু তারা যে আমার ভোটটাকে শেষ সময়ে এই দেড় ঘন্টায় যে হেম্পার করছে সেটা আমি সম্পুর্ণ টের পেয়েছি এবং মিলাইছি বাস্তবতার সাথে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সুস্থ হওয়ার পর আওয়ামী লীগের ১৭ জন প্লাস ইসি কমিটির ৫ জন মোট এই ২২ জনের বিরুদ্ধে হাইকোর্টে রিট করবো।