আইন-আদালতসারাদেশ

নারায়ণগঞ্জে গার্মেন্ট কর্মী হত্যার প্রধান আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্ট কর্মী আমান আলী হত্যা মামলার প্রধান আসামী আশরাফুল (১৯)’কে সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (৩ ফব্রুয়ারী) চৌধুরীবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামী আশরাফুল কুমিল্লার হোমনা থানাধীন আসাদপুর দড়িকান্দি গ্রামের মৃত স্বপন মিয়ার ছেলে।

দুপুরে র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার একেএম মুনিরুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ২৮ জানুয়ারী বন্ধুদের ছুরিকাঘাতে গার্মেন্ট কর্মী আমান আলী (১৮) হত্যাকান্ডের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একাধিক ব্যক্তিকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১ ছায়াতদন্ত শুরু করে। তারই প্রক্ষিতে চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের প্রধান আসামী আশরাফুলকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

Back to top button
%d bloggers like this: