সারাদেশ

স্ত্রীর কবর জিয়ারত করলেন অ্যাডভোকেট জুয়েল

মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে শায়িত এড. ওয়াহিদা রহমান রিতার কবর জিয়ারত করেছেন তার স্বামী নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল।

রোববার (৩১ মার্চ) রাতে মাসদাইরে কবরস্থানে যান তিনি। এ সময় তিনি কবরের পাশে সুরা ফাতিহা পাঠ ও স্ত্রীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন।

পরে কবর জিয়ারত শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে আবেগাপ্লুত হয়ে এক স্ট্যাটাস দেন স্বামী হাসান ফেরদৌস জুয়েল।

সেখানে তিনি বলেন, ৩৬৫ দিন, ৮৭৬০ ঘন্টা, ৫২৫৬০০ মিনিট, ৩১৫৩৬০০০ সেকেন্ড সময়কে জিজ্ঞাস করলে সে বলবে ” কিছুই নয়, অণুমাত্র কাল” আর আমি বলব তুমি বিহীন আমাদের জীবনের গোটা একটা বছর। এসময়ে কতবার তোমার কবর ভেঙ্গে গেলো কতবার আবার তাতে মাটি ভরাট দিলাম, এখনো দিতে হয়। দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর, বছর গড়িয়ে বছর পার হবে, কিন্তু তুমি আর ফিরে আসবে না। নিয়তির এই কঠিন কঠোর বাস্তবতায় আমার অনুভবে তোমাকে নিয়ে নিয়তির শেষ দিকে এগিয়ে যাবো। আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার অসমাপ্ত গানের বেদনা।

উল্লেখ্য, গেল বছরের গত ৩১ মার্চ দিবাগত রাত দেড়টার দিকে কলেজ রোডস্থ নিজ বাসায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মরহুমা ওয়াহিদা রহমান রিতা। তিনি নারায়ণগঞ্জ আদালতের কৌসুলি ছিলেন। মৃত্যুকালে স্বামীসহ এক ছেলে ও এক কন্যা সন্তান রেখে যান রিতা।

Back to top button