সারাদেশ

শীতলক্ষ্যায় মৎসজীবী দলে পোনা মাছ অবমুক্তকরণের ৫ মিনিট পরেই মরে ভেসে উঠলো মাছ

শীতলক্ষ্যায় মৎসজীবী দলে পোনা মাছ অবমুক্তকরণের ৫ মিনিট পরেই মরে ভেসে উঠলো মাছ

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা মৎসজীবী দলের উদ্যোগে শীতলক্ষ্যা নদীতে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। কিন্তু পোনা মাছ অবমুক্ত করার ৫ মিনিট পরে মরে ভেসে উঠেছে মাছ।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের নবীগঞ্জ গুদারাঘাটে শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটেছে।

নবীগঞ্জ গুদারাঘাটের মাঝিদের সাথে কথা বলে জানা যায়, নদীর পানি নষ্ট হয়েগেছে এটি দৃশ্যমান। এটা দেখার পরেও বিএনপির নেতাকর্মীরা দুপুরে কিছু পোনা মাছ ছেড়ে দিয়ে গেছে। এমন নষ্ট পানিতে পোনা মাছটি ছাড়া উচিত হয়নি। তারা অন্য কোথাও পোনা মাছগুলো অবমুক্ত করতে পারতো। লোক দেখানোর জন্য পোনা মাছগুলো অবমুক্ত করে মাছগুলোকে আরো মেরে ফেললো। মাছগুলো ছাড়ার ৫ মিনিট পরেই মরে ভেসে উঠেছে মাছগুলো। বিএনপির নেতাকর্মীরা যাওয়ার পরে মরে ভেসে উঠা মাছগুলো আমরা কুড়িয়ে আনি কারণ মাছগুলো নষ্ট করে লাভ কি তাই ভেসে থাকা মরা মাছ ও তীরে আসা মরা মাছ কুড়িয়ে নেয়।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পুনা অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবী দল নারায়ণগঞ্জ জেলা।

পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে মৎসজীবী দলের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সেলিমের সভাপতিত্বে ও সদস্য আব্দুর রহিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মৎসজীবী দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারি, জাহাঙ্গীর হোসেন, শাওন হক, হান্নান মল্লিক, জহিরুল ইসলাম, সদস্য রনি আক্তার, রিপন, মাহাবুব সিকদার, কেন্দ্রীয় ঢাকা মহানগরের সদস্য সচিব সোহেল রানাসহ প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান, অ্যাড. সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, জেলা মৎসজীবী দলের আহবায়ক অ্যাড, আনোয়ার প্রধান, সদস্য সচিব নাসির জাহান সাগর, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধানসহ আরও অনেকে।

Back to top button