সারাদেশ
ধানের শীষে ভোট চাইলেন বিএনপি নেতা আজাদের মা

নারায়ণগঞ্জ-২ আসনে আসন্ন নির্বাচনকে ঘিরে ধানের শীষে ভোট চেয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের মা।
এই কর্মসূচির অংশ হিসেবে ১২ অক্টোবর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৩,৪,৫,৬,৭ ও ৮নং ওয়ার্ডে ব্যাপক প্রচারণা ও গনসংযোগ করেন তিনি।
এসময় নজরুল ইসলাম আজাদের মা নারী ভোটারদের ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
নারী ভোটারদের উদ্দেশ্যে আজাদের মা বলেন, সামনে জাতীয় নির্বাচন। আপনাদের খোঁজখবর নিতে আমি এখানে এসেছি। আপনারা ধানের শীষে ভোট দিবেন। তারেক রহমান ও খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আপনারা আজাদের জন্য দোয়া করবেন। সে যেনো এমপি হয়ে আপনাদের সেবা করতে পারে। আপনাদের পাশে আমিও যেন সুখে দু:খে থাকতে পারি ও আপনাদের চাওয়া পাওয়া পূরণ করতে পারি দোয়া করবেন।