সারাদেশ

বন্দর থেকে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

বন্দর থেকে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মহানগর ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন (৪৮), এবং মুছাপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড মেম্বার ও একই ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি মাহাবুব আলম (৫৮)।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্টের পর থেকেই নাজিম উদ্দিন ও মাহাবুব আলম পলাতক ছিলেন। রোববার দুপুরে বন্দর থানায় দায়ের করা বৈষম্য বিরোধী মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। 

 

Back to top button