সারাদেশ

স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গনতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবো : গিয়াসউদ্দিন

দেশে যখন স্বৈরশাসন এসেছে প্রিয় নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সেই স্বৈরাশাসনের অবসান ঘটিয়েছি। আজকে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আসতে হয়েছে এ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে একটি ঐতিহাসিক কর্মর্সচি ঘোষনা করার জন্য। এ সরকারকে বিদায় করে মুক্তিযুদ্ধের মৌলিক চেতনা প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনের কর্মসূচি যেনো ডাক দেওয়া হয়। সেই ডাক আজকে দেওয়া হবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ। এ আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে মুক্তিযোদের চেতনা গনতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। এ আন্দোলনে সবাইকে শরীক হবার আহ্বান জানাচ্ছি।

সরকারের পদত্যাগের দাবিতে বুধবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন এসব কথা বলেন।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সঞ্চালনা করেন উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

Back to top button