সারাদেশ

সোনারগাঁয়ে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁ উপজেলায় তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার উপজেলার পিরোজপুর ও রতনপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। এসময় ৬ কিলোমিটার এলাকার অবৈধ গ্যাসের পাইপ তুলে ফেলা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আর্নিকা আক্তার।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মো.মনিরুজ্জামান বলেন, উপজেলার পিরোজপুর ও রতনপুর গ্রামের আবাসিক বাসাবাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে রান্নার কাজ চালিয়ে আসছে। অবৈধ গ্যাস সংযোগের ফলে এ এলাকার বাসিন্দারা সরকারকে কোটি টাকার রাজস্ব ফাকিঁ দিচ্ছেন। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে গ্যাস সংযোগহ বিচ্ছিন্ন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস মেঘনা ঘাট অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা।

Back to top button