সারাদেশ

সর্বজনীন পেনশন ব্যবস্থার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে পিপি মনিরুজ্জামানের শুভেচ্ছা

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) ৬০ বছর বয়সীদের সর্বজনীন পেনশন ব্যবস্থার উদ্যোগ নেওয়ায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পাবলিক প্রসিকিউটর (পিপ) এড. মনিরুজ্জামান বুলবুল।

 

শুভেচ্ছা বার্তায় পিপি মনিরুজ্জামান বুলবুল জানান, সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় ১৮ বছর বয়সী কেউ প্রতিমাসে ১০০০ টাকা করে পেনশন তহবিলে জমা দিলে ৬০ বছর বয়স পর্যন্ত তার জমার পরিমাণ হবে ৫ লাখ টাকা। ৪২ বছর ধরে এই পরিমাণ টাকা জমা দিলে বয়স ৬০ বছর অতিক্রম করার পর আমৃত্যু প্রতিমাসে ৬০,০০০ টাকা হারে পেনশন পাবেন ঐ ব্যক্তি। এমন একটা সুন্দর পরিকল্পনার জন্য সত্যিই প্রধানমন্ত্রীকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়ে বলেন, ১৮-৬০ বছর বয়সী যে কেউ নিজের ভোটার আইডি নম্বর ব্যবহার করে পেনশন অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে সরকারি চাকরিজীবী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরতরা আপাতত সর্বজনীন পেনশন ব্যবস্থার বাইরে থাকবেন।

 

Back to top button