সারাদেশ

‘সমাবেশে অতীতের রেকর্ড ভাঙবে বিএনপি’

নারায়ণগঞ্জ বিএনপি নেতার সাক্ষাৎকার

নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশ আগামী ২৭ সেপ্টেম্বর। দীর্ঘদিন পর নারায়ণগঞ্জে বিএনপি নেতা-কর্মীরা এই সমাবেশকে ঘিরে চাঙা হয়ে উঠেছেন। সমাবেশের প্রস্তুতিসহ নানা বিষয়ে সময় সকাল কথা বলেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিযাসউদ্দিনের সঙ্গে।

সময় সকাল: নারায়ণগঞ্জে সমাবেশ ২৭ সেপ্টেম্বর। সমাবেশ সফল করার জন্য আপনাদের প্রস্তুতি কেমন?

গিয়াসউদ্দিন: আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা তাড়াতাড়ি অনুষ্ঠানটি শুরু করবো। ইতিমধ্যে স্টেজসহ সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে।

সময় সকাল: কেমন লোক হতে পারে। সমাবেশ অতীতের রেকর্ড ভাঙবে কিনা?

গিয়াসউদ্দিন: সর্বোচ্চ লোকসমাগম হবে। ইতিপূর্বে যত জনসভা হয়েছে তার চেয়ে বেশি হবে ইনশাল্লাহ।

সময় সকাল: এ জনসমাবেশের উদ্দেশ্য কী?

গিয়াসউদ্দিন: স্বৈরাচারী শেখ হাসিনার পতন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও গনতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে আনার দাবিতে যে এক দফার আন্দোলন চলছে সেই লক্ষ্যে এ সমাবেশ।

সময় সকাল: সমাবেশে বাঁধা আসার আশঙ্কা আছে কিনা?

গিয়াসউদ্দিন: আমরা মনে করি না কোনো বাঁধা আসবে।

সময় সকাল: বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা?

গিয়াসউদ্দিন: যেহেতু অনেকদিন পর জনসমাবেশ দলীয় নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষ অংশগ্রহণ করবে। আমরা শান্তিপূর্ন ভাবে সমাবেশ করতে চাই। ভোলান্টিয়াররা শৃঙ্খলা রক্ষার্থে কাজ করবে। সমাবেশ যেনো সফল হয় সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। এবং শান্তি শৃঙ্খলাভাবে যেনো অতিথিদের বক্তব্য শুনতে পারে। আশা করি আগামীকাল সুন্দর ভাবেই সব কিছু শেষ করতে পারবো।

Back to top button