শুক্রবার থেকে সিনেস্কোপে শিশুতোষ সিনেমা ‘আম-কাঁঠালের ছুটি’
শুক্রবার থেকে নারায়ণগঞ্জের সিনেস্কোপসহ দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ সিনেমা ‘আম-কাঁঠালের ছুটি’৷ আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও পুরস্কৃত এ সিনেমাটি বানিয়েছেন নারায়ণগঞ্জের মোহাম্মদ নূরুজ্জামান৷
নারায়ণগঞ্জের সাংবাদিক ও লেখক শরীফ উদ্দিন সবুজের ছোটগল্প অবলম্বনে সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী হয় গত ৬ আগস্ট, রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। সিনেমাটির প্রযোজনাও করেছে নূরুজ্জামানের প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাকার৷
শুক্রবার থেকে শহরের ডিআইটি এলাকায় অবস্থিত আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পাতাল মেঝেতে ‘সিনেস্কোপ’ এ প্রতিদিন চারটি শো চলবে৷
এছাড়া প্রথম সপ্তাহে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স), ব্লকবাস্টার সিনেমা (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমা (কেরানীগঞ্জ), সিলভার স্ক্রিনেও (চট্টগ্রাম) প্রদর্শিত হবে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাকার।
পরবর্তীতে এ তালিকায় আরও কিছু সিনেমা হল যুক্ত হবে৷ দেশের বাইরেও সিনেমাটির বাণিজ্যিক প্রদর্শনী করার পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটির৷
সিনেমাটি শিশুতোষ হলেও এটি মূলত গত শতাব্দীর সত্তর-আশি কিংবা মধ্য নব্বইয়ের দশকে যারা শৈশব-কৈশোর পার করা ব্যক্তিরা যাপিত জীবনে ফিরে যাবার স্বাদ পাবেন৷ একইসাথে এখনকার শিশু-কিশোররা হারিয়ে যাওয়া নিজস্ব লোকজ সংস্কৃতির সাথে পরিচিত হতে পারবে বলে মনে করেন নির্মাতা নূরুজ্জামান৷
একদল অপেশাদার অভিনয় শিল্পীদের নিয়ে নির্মিত সিনেমাটি গাজীপুরের হারবাইদ সংলগ্ন প্রায় পঁচিশ-ত্রিশ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা লোকেশনে ধারণ করা হয়েছে৷