সারাদেশ

রুট পারমিটের জন্য ২ মাস সময় পেল বাস মালিকরা

নারায়ণগঞ্জে চলাচলকারি বাস-মিনিবাস রুট পারমিটের জন্য বাস মালিকদের দুই মাস সময় দিয়েছেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাস মালিকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, রুট পারমিট ছাড়া কোন গাড়ি সড়কে চলতে পারবে না। এ ব্যাপারে জেলা প্রশাসন সম্পূর্ণ শক্ত অবস্থানে রয়েছে। রুট পারমিট ছাড়া গাড়ি পাওয়া গেলে সেসব ডাম্পিং এ দেওয়া হবে। একইসাথে জেল-জরিমানাও করা হবে। যেসব বাসের রুট পারমিট আছে তাদের ‘কিউআর কোড’ সম্বলিত স্টিকার প্রদান করা হবে। প্রতিটি বাসেই তা লাগানো থাকবে যাতে বাস সম্পর্কে সবধরনের তথ্য সহজেই ‘কিউআর কোড স্ক্যান’ করেই জানা যেতে পারে।

এছাড়া বৈঠকে রুট পারমিট ছাড়া বাসগুলোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের পারমিটের জন্য আবেদন করতে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে এবং সকলকে দুই মাস সময় দেওয়া হয়েছে।

বৈঠকে জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আমীর খসরু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমী বাইন হীরা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর, বিআরটিএ নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল কবীর, সিটি করপোরেশনের পক্ষে কাউন্সিলর কামরুল হাসান মুন্না, উৎসব ট্রান্সপোর্টের চেয়ারম্যান মো. শহীদুল্লাহ, বন্ধনের পরিচালক আইয়ুব আলী, বাসমালিক ও আওয়ামী লীগ নেতা ইব্রাহিম চেঙ্গিস, বাস মালিক রওশন আলী উপস্থিত ছিলেন।

Back to top button