সারাদেশ

সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

সিদ্ধিরগঞ্জে লিমা আক্তার (২৬) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের পুলের সন্নিকটে কবরস্থানের পাশে জনৈক হযরত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর পটুয়াখালী জেলার সদর থানার আব্দুর রব শিকদারের মেয়ে।

জানা যায়, দুপুরে গৃহবধূ লিমা তার ভাড়া বাসার কক্ষের ভেতর সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন। আশপাশের প্রতিবেশীরা বাইরে থেকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেন। তবে এসময় নিহতের পা বিছানার সঙ্গে লেগে ছিল। সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশটি উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানান, লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Back to top button