সারাদেশ

বিএনপি পুলিশ হত্যা করে দেশে অরাজকতা সৃষ্টি করেছে : আরমান

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান বলেছেন, বিএনপি ২৮ অক্টোবর পুলিশ হত্যা করে দেশে অরাজকতা সৃষ্টি করেছে। তারা পুলিশকে হত্যা করার মাধ্যমে চেয়েছিল লাশের রাজনীতি করতে।

রোববার (১২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন। বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস, হত্যার রাজনীতি, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারপতির বাসভবনে হামলা ও দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

আরমান বলেন, বিএনপির হরতাল অবরোধ দেশের জনগণ প্রত্যাখান করেছে। আজকে হরতাল অবরোধ কিছুই নাই। আজকে বিএনপি শেখ হাসিনার উন্নয়নে ইশ্বানিত হয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে।

মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সহ-সভাপতি এড. হান্নান আহমেদ দুলাল, রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, দপ্তর সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, সাফায়েত আলম সানিসহ প্রমুখ।

Back to top button