সারাদেশ

বিএনপি ক্ষমতায় আসলে কাউকে ছাড়বে না : কায়সার

‘ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র আওয়ামী লীগকে আলাদা করতে পারবে না’ মন্তব্য করে সোনারগাঁ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ কায়সার হাসনাত বলেছেন, আমরা ঐক্যবদ্ধ। রাজপথে বহু পরীক্ষা দিয়ে আজরা আমরা এ পথে এসেছি। কেউ ঘরে বসে এখানে আসে নাই।

সোনারগাঁয়ে সুষ্ঠু প্রতিযোগিতা আছে কোন্দল নেই উল্লেখ করে তিনি বলেন, নারায়ণগঞ্জের পাঁচটি আসনের চারটি আসন স্বাদ গ্রহণ করেছে। আমরা যেখানে যাই সবাই বলে আমাদের নাকি কোন্দল। সোনারগাঁয়ে থাকলেই দোষ। এক শ্রেনী আমাদের সাথে চলে তারা প্রচারণা করে সোনারগাঁয়ে কোন্দল। আমাদের মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা হয় কিন্তু কোন্দল নেই।

৯ আগষ্ট বিকেলে আয়োজিত এক বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

কায়সার আরও বলেন, আমি যখন সংসদ সদস্য ছিলাম বিএনপির উপর একটা মামলা দেই নাই। কিন্তু বিএনপি যদি ক্ষমতায় আসে কাউকে ছাঁড়বে না। একদম সোজা সবাইকে মামলা দিবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জহিরুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাসরিন সুলতানা ঝরা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, হাজী শাহ মোঃ সোহাগ রনি, কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল হক মাষ্টার, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা ছাএলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাগর, পৌরসভা মেয়র পদপ্রার্থী এডভোকেট ফজলে রাব্বিসহ অন্যান গণ্যমান ব্যাক্তিবর্গরা।

Back to top button