সারাদেশ

নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধাদের নামে জাদুঘর বানাবে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ

স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধাদের ছবি নিয়ে মুক্তিযোদ্ধা জাদুঘর বানাবেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। তিনি বলেন, জায়গাটি আমরা সিলেকশন করে ফেলেছি। বন্দরের সমরক্ষেত্র জায়গাটি সিলেকশন করা হয়েছে। সেখানে সকল মুক্তিযোদ্ধাদের ছবি বাধাই করে রাখা হবে। আমরা দ্রুত সেই কাজটি করবো ইনশাআল্লাহ।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী অফিসার রিফাত ফেরদৌস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামিজা ইয়াসমিনসহ প্রমুখ।

এর আগে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জেলার ১৭জন বীর মুক্তিযোদ্ধা নারীদের ক্রেস্ট/ সম্মাননা স্মারক, উত্তরীয়, শাড়ি ও স্যুভেনিয়র প্রদান করেন। স্বাধীনতা অর্জনের পর মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতস্বরূপ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে তাদের এই প্রথম জাতীয়ভাবে সম্মাননা প্রদান করা হয়েছে।

যাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার বেগম, জমিলা বেগম, নলিনী রঞ্জন কর, রোকেয়া সুলতানা, শিখা চক্রবর্তী, দিপা ইসলাম, পবিতা সিরাজ, মঞ্জস্রী নিয়োগী দাস গুপ্তা, আয়তন নেছা, আরতী ধর, মাসুদা সুলতানা, সুলতানা রাফিয়া, আনোয়ারা বেগম, মুক্তা বেগম, মিনারা বেগম, ফোরকান বেগম, মমতাজ বেগম।

Back to top button