সারাদেশ

নারায়ণগঞ্জে কুমারী রূপে মিষ্টি চক্রবর্তী

প্রতি বছরের মতো এবারও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজার মহাঅষ্টমীতে নারায়ণগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ অক্টোবর) শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী দেবীকে অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে পূজা অর্চনা শুরু হয়।

এবারের কুমারী পূজায় দেবীর আসনে বসিয়ে পূজা দেওয়া হয়েছে শহরের বিদ্যানিকেতন হাই স্কুলের ৩য় শ্রেনীর শিক্ষার্থী মিষ্টি চক্রবর্তীকে। দেওভোগ লক্ষীনারায়ণ আখড়ার পুরোহিত দীপঙ্কর চক্রবর্তী ও শম্পা চক্রবর্তী দম্পতির ছোট কন্যা মিষ্টি চক্রবর্তী। ঢাকঢোল ও শঙ্খ বাজিয়ে অঞ্জলি দিয়ে আনুষ্ঠানিকভাবে কুমারী দেবীকে বরণ করেন ভক্তরা। এরপর দেবীর কাছে সবাই প্রার্থনা করেন।কুমারী পূজা পরিচালনা করেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ।

এ সময়ে দেওভোগ নাগমহাশয় মন্দিরের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য, মতিলাল, নিরঞ্জন সাহা, বাসুদেব চক্রবর্তীসহ অনেকে উপস্থিত ছিলেন।

Back to top button