সারাদেশ

নয়ন হত্যায় ৬ জন রিমান্ডে

ফতুল্লার কিশোর নয়ন হত্যা মামলায় সন্দেহভাজন ৬ জনকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ আদেশ দেন।

এর আগে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানী শেষে বিজ্ঞ আদালত ওই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশর পরিদর্শক মো. আসাদুজ্জামান।

রিমান্ডকৃতরা হলেন- আল আমিন (২২), জয় (১৮), ইয়াসিন আরাফাত (১৮), জুয়েল (১৮), ফরহাদ (১৮) ও শাওন (১৮)।

মামলা সূত্রে জানা যায়, পূর্ব শত্রæতার জের ফতুল্লার হোসিয়ারী কারখানার শ্রমিক কিশোর নয়নকে সুইচ গিয়ার চাকু দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফতুল্লার গোয়ালিয়া খাল এলাকার একটি বালুর মাঠে ২০ থেকে ২৫ জনের একটি দল ছুরিকাঘাত করে গলা কেঁটে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে যায় নয়নকে। এই ঘটনায় শুক্রবার রাতেই ফতুল্লা পুলিশের একটি দল শহরের গলাচিপা ও ইসদাইর এলাকা থেকে সন্দেহভাজন ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। নিহত নয়ন বোয়ালিয়া খালপাড় এলাকার জালাল শিকদার ও নাসিমা বেগম দম্পতির ছোট ছেলে। সে স্থানীয় একটি হোসিয়ারী কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো বলে পরিবার জানিয়েছে।

Back to top button