সারাদেশ
দিপুর নির্দেশনায় ঢাকায় মহিলা দলের বিশাল শোডাউন
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা এবং সরকার পতনের এক দফা দাবিতে ঢাকায় মহিলা দলের সমাবেশে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর নির্দেশনায় বিশাল শোডাউন করে তাক লাগিয়ে দিয়েছে নারায়ণগঞ্জ মহিলা দল।
এর আগে দুপুর থেকে মহিলা দলের নেতাকর্মীরা নটোরডেম কলেজের সামনে থেকে জড়ো হতে থাকে। পরে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক দিপা হাশেমের নেতৃত্বে মহিলা দলের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে মূল সমাবেশ স্থলে যোগদান করে।
মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সমাবেশে বিএনপি ও মহিলা দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।