সারাদেশ

দলের বাইরে গেলে দলে ফেরার সুযোগ নেই : ইঞ্জিনিয়ার মাসুম

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেছেন, রাজনীতির আবর্তিত হতো মোগড়াপাড়া ইউনিয়ন থেকে। আমরা যারা পিরোজপুর আওয়ামী লীগ করি আমাদের মূল সূতিকাগার মোগড়াপাড়া ইউনিয়ন। মরুহুম আবুল হাসনাত সাহেব আমাকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি করেছিলেন। এরপর থেকে ইউনিয়ন রাজনীতি করি। আওয়ামী লীগের যে শক্তি এটা মোগড়াপাড়া ইউনিয়ন থেকে যেতো। 

শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগড়াপাড়া ইউনিয়নে গনসংবধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মাসুম এ মন্তব্য করেন।

এমপি কায়সারেকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনি মোগড়াপাড়ার সন্তান; আপনার ইউনিয়নের রাজনীতিকে আরও শক্তিশালী করতে হবে। ঐক্যবদ্ধভাবে সবাইকে একমঞ্চে নিয়ে যেনো গ্রুপিং লবিং করতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন। কারণ আপনার ইউনিয়ন ঐক্যবদ্ধ থাকলে সোনারগাঁ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকবে। প্রতিটা ইউনিয়নকে আবার ঢেলে সাজাতে হবে। প্রস্তাবিত কমিটি আপনি দিয়েছেন এর মধ্যে ৬০-৭০% নির্বাচন কেউ করে নাই। তারপরও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আপনার নির্বাচন করেছে। দলের বাইরে যে হন না কেনো তাদেরকে আর দলে সুযোগ দেওয়ার সুযোগ নেই। 

গনসংবধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত।

এসময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ অন্যান্য গণ্যমান ব্যাক্তিবর্গরা।

Back to top button