সারাদেশ

‘ফেসবুকে সময়ের চেয়ে পরিবারকে সময় দেওয়া বেশি জরুরি’

অতিরিক্ত জেলা প্রশাসক মাশফাকুর রহমান বলেছেন, ফেইসবুকে সময় দেওয়ার চেয়ে তোমার মাকে সময় দেও বেশি, তোমার ভাইকে সময় দেও বেশি, তোমার বন্ধুকে সময় দেওয়ার চেয়ে তোমার বাবাকে সময় দেওয়া বেশি জরুরি। তোমরা জখন বাসায় যাও তোমার বাবা-মার দিকে তাকাবে দেখবে কতো ভালো লাগে। বাবা-মাকে জড়িয়ে ধরবা দেখবে ভালো লাগবে।

বুধবার (২৩ জুলাই) সকালে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের বিজ্ঞান ক্লাবের আয়োজনে ৪র্থ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, ভালো মানুষ হতে হবে, ভালো অফিসার হওয়ার চেয়ে, ভালো রাজনীতিবিদ হওয়ার চেয়ে, ভলো ব্যবসায়ী হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়াটাই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে ভালো মানুষের অনেক অভাব, দায়ীত্বশীল মানুষ, একটা সুনাগরিক যে নিজেকে নিয়ে নিজে গর্ব করতে পারে।

সভাপতির বক্তব্য গিয়াসউদ্দিন ইসলামকি মডেল কলেজের প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, মানবিক গুণাবলী যদি থাকে, আর যেই শিক্ষা আমরা অর্জন করলাম এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে এই শিক্ষার গুরুত্ব আছে। শিক্ষা হচ্ছে জ্ঞান অর্জন করা, আর জ্ঞান অর্জন করার পর সেটাকে ব্যবহার করা। অর্জিত জ্ঞান দুইভাবে ব্যবহার করা যায়, একটা হলো ভালো পথে, আরেকটা হলো খারাপ পথে। এখন পছন্দ করে নিতে হবে যে, এই জ্ঞান কোন পথে ব্যবহার করবে ভালো নাকি খারাপ। ভালো মানুষ হতে হবে, যে ভালো মানুষ হবে সে নিশ্চয়ই এ জ্ঞান ভালো পথে কাজে লাগাবে।

উক্ত অনুষ্ঠানের উদ্ধোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা।

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের পরিচালানায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবুল হোসেন, শিষির ঘোষ অমর, রিফাত হোসেন, শিক্ষক আবু তাহের, আবু তালেব, উমর ফারুক, এইচ.এম. ফারুক, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ ৪র্থ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আহ্বায়ক মনিরুল ইসলাম ও সদস্য সচিব আবু সুফিয়ান শুভ প্রমুখ।

Leave a Reply

Back to top button