সারাদেশ

জামালপুরে কৃষি যন্ত্রের উপর উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ 

 

আজাদ খান, জামালপুর প্রতিনিধি(Somoysokal) অদ‍্য বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, জামালপুর এর প্রশিক্ষণ রুমে এফএমডি প্রকল্পের অর্থায়নে এফএমপি ইঞ্জিনিয়ারিং বিভাগ এর তত্ত্বাবধানে কৃষি যন্ত্রের উপর উপসহকারী কৃষি কর্মকর্তা, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক সহকারি ও বৈজ্ঞানিক সহকারিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের কৃষকদের কষ্ট কমানো, কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বৃদ্ধি করা ও বাণিজ্যিক কৃষি অর্জনের লক্ষ্যে কৃষি যান্ত্রিকীকরণ এর গুরুত্ব অপরিসীম। কৃষি যান্ত্রিকীকরণ অর্জনের লক্ষ্যে কৃষকদের উদ্বুদ্ধ করনে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষিত করা খুবই জরুরী।
এ লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ মনজুরুল কাদির, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, জামালপুর ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এফএমডি প্রকল্পের প্রকল্প পরিচালক ডঃ মোঃ নুরুল আমিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ডক্টর মোহাম্মদ আইয়ুব হোসেন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, এফএমপি ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর।

প্রধান প্রশিক্ষক ও সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোঃ এরশাদুল হক, এফএমপি ইঞ্জিনিয়ারিং বিভাগ, বিএআরআই, গাজীপুর ।

আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ মশিউর রহমান, আর এ আর এস, জামালপুর।

দিনব্যাপী প্রশিক্ষণ এ জামালপুর সদর ও মেলান্দহ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা, নার্স ভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান এর বৈজ্ঞানিক সহকারি সহ মোট ২৫ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

ড: আইয়ুব কৃষি যান্ত্রিকীকরনের লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে গুরুত্ব আরোপ করেন।

Back to top button