সারাদেশ

কাস্টমস অফিসার পরিচয়ে কোটি টাকার প্রতারণা, গেপ্তার ৪

ভুয়া কাস্টমস অফিসার পরিচয়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করা সংঘবদ্ধ প্রতারকচক্রের মূলহোতা নজরুল ইসলামকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ওই চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

তারা হলো– নজরুল ইসলাম (২৯), মো. ওয়ায়েশ করোনী ওরফে সেলিম (৪৭), মো. নাসির উদ্দিন (২৬), ও সৈয়দ মো. এনায়েত (৪৮)। তাদের কাছ থেকে প্রতারণা কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বুধবার (১৬ আগষ্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, সাম্প্রতিক সময়ে নিজেদের কাস্টমস অফিসার পরিচয় দিয়ে ওই চক্রের সদস্যরা সাধারণ মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে, বিদেশে লোক পাঠানো, ভিসা তৈরি, বিমানবন্দর ও স্থলবন্দরে মালামাল ছাড়িয়ে আনার কথা বলে বিপুল অর্থ আত্মসাৎ করে। মঙ্গলবার বেশ কয়েকজন ভুক্তভোগী র‍্যাব-১০-এর কাছে আইনি সহায়তা চেয়ে একটি লিখিত অভিযোগ দেয়। এরই ধারাবাহিকতায় ওই দিন রাতে র‍্যাব-১০-এর একটি দল তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার বিষয়ে তথ্য দিয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Back to top button