সারাদেশ

কাঁচপুরে এলসন ফুডস কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

সোনারগাঁয়ে শিশুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলসন ফুডস কারখানায় অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। কাঁচপুরের বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আজ এখানে অভিযানটি পরিচালিত হচ্ছে। দীর্ঘদিন যাবৎ নুরুল ইসলামের মালিকানাধীন এই কোম্পানীতে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য যেমন লিচু, কেক, জুস, চকলেট, ক্যান্ডি চকলেট উৎপাদন হয়ে আসছিল। এছাড়া কিছু উৎপাদিত পণ্য মেয়াদোত্তীর্ণ ছিল। এসব কারণে তাদেরকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে এবং অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাছাড়া আগামী ১ মাসের মধ্যে এই কোম্পানীর উৎপাদিত পরিবেশ ঠিক করা না হলে আগামীতে তাদের বড় ধরণের শাস্তি প্রদান করা হবে। ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার, জেলা পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশের একটি টিম।

Back to top button