সারাদেশ

এড. রিতার মাগফেরাত কামনায় শত শত মুসল্লীদের দোয়ায় সম্পন্ন হলো কুলখানি অনুষ্ঠান

এড. রিতার মাগফেরাত কামনায় শত শত মুসল্লীদের দোয়ায় সম্পন্ন হলো কুলখানি অনুষ্ঠান

 

স্টাফ রিপোর্টার(Somoysokal) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য (ভিপি কৌশলী) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলের সহধর্মীনি অ্যাডভোকেট সৈয়দা ওয়াহিদা আহমেদ রিতার কুলখানি উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে তার পরিবার।

মঙ্গলবার (৪ এপ্রিল) বাদ আসর আল্লামা ইকবাল রোড (কলেজ রোড) জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কুলখানি অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির আলম হেলাল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, নারী শিশু আদালতের পিপি অ্যাডভোকেট রকিবুজ্জামান রকিব, বারের সাধারণ সম্পাদক এডভোকেট মোহসিন মিয়া, সহ সভাপতি রবিউল আমিন রনি, বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, গত ৩১ মার্চ রাত দিবাগত দেড়টার দিকে ক্যন্সার রোগে আক্রান্ত হয়ে কলেজ রোডস্থ নিজ বাসায় এড. ওয়াহিদা রহমান তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মরহুমা ওয়াহিদা রহমান নারায়ণগঞ্জ আদালতের কৌসুলি ছিলেন। তিনি মৃত্যুকালে স্বামীসহ এক ছেলে সন্তান ও এক কন্যা সন্তান রেখে যান। মরহুমাকে শনিবার বাদ জোহর মাসদাইর কবরস্থানে তার পিতার কবরের পাশে দাফন করা হয়।

Back to top button