সারাদেশ

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১

সোনারগাঁয়ে ১৬ হাজার ৫’শ পিস ইয়াবাসহ কামাল উদ্দিন (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কামাল উদ্দিন  কক্সবাজার জেলার উখিয়া থানার রাজাপালং এলাকার মোজাহার মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২ টায় থানার পিরোজপুর ইউনিয়নের নিউ টাউন এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেন থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ১টি কাঠবাহী ট্রাক জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সোনারগাঁ থানার এসআই আলমগীর হোসেন সংগীর ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে থানার পিরোজপুর ইউনিয়নের নিউ টাউন এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেন থেকে ১৬ হাজার ৫’শ পিস ইয়াবাসহ মাদক কারবারি কামাল উদ্দিনকে গ্রেফতার করে।

সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত আহসান উল্লাহ বলেন, ১৬ হাজার ৫’শ পিস ইয়াবাসহ মাদক কারবারি কামাল উদ্দিনকে ১টি পন্যবাহী ট্রাক সহ আটক করা হয়েছে। মাদক কারবারি চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ধৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

Leave a Reply

Back to top button
%d bloggers like this: