মানব সেবায় অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করলো আইএফআইসি ব্যাংক ভূইঘর শাখা
মানব সেবায় অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করলো আইএফআইসি ব্যাংক ভূইঘর শাখা
স্টাফ রিপোর্টার (Somoysokal) ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক লিমিটেড নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে অবস্থিত ভূইঘর শাখার উদ্যোগে মানব সেবায় অসহায়দের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
সোমবার (দ্বিতীয় জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আল মামুন মিন্টু ভূইয়া’র অফিস কার্যালয়ে এ শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ. রহমানের নির্দেশে সারা দেশের ন্যায় ভূইঘর শাখায়ও এ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শীত বস্ত্র বিতরণকালে আইএফআইসি ব্যাংক ভূইঘর শাখার পরিচালক (ব্রাঞ্চ ম্যানেজার) কেএম আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আল মামুন মিন্টু ভূইয়া, আরও উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংক ভূইঘর শাখার অফিসার মোহাম্মদ আব্দুল হামিদ ঠাকুর, শারিয়ার মঞ্জুর, মো. আবু সালেহ জিসান, মো. জিহাদ সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক বাংলাদেশ সরকার ও বেসরকারি উদ্যোক্তা নিয়ে ১৯৭৬ সালে গঠিত হয়। ১৯৮৩ সালে সরকার ব্যাংক বেসরকারি খাতে ছেড়ে দেয়া শুরু করলে আইএফআইসি ব্যাংক পুরাপুরি বেসরকারি খাতে চলে যায়।